মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে আমেনা নুর ফাউন্ডেশনের আয়োজনে সানোড়া ইউনিয়নের ভালুম কেন্দ্রীয় যুবসংঘের খেলার মাঠে আজ শুক্রবার ১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্ধোধন করা হয়েছে । পর্যাক্রমে১৬টি টিমে খেলা চলবে। আজকের খেলায় অংশ গ্রহণ কারী দলের নাম বেরশ সবুজ সংঘ একাদশ বনাম পাইকপাড়া সূর্যসেনা বয়েজ ক্লাব ভাড়ারিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সানোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভালুম কেন্দ্রী যুবসংঘের সভাপতি মোঃ আব্দুল কাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করেন,আমেনা নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজ সেবক (সিআইপি) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানোড়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু সাঈদ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বেনজির আহম্মেদ মকুল,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, ধামরাই সরকারী কলেজ শাখার ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, উপস্থিত ছিলেন এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।