মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাই উপজেলায় মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলাম বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের লক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা উপকরণ মেলা ২০২৩ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩১ আগষ্ট ধামরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ এর হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত শিক্ষা উপকরণ মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি।