মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৫ ই আগস্ট শুক্রবার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।
কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে সাবেক রাষ্ট্রদূত ও সচিব বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম রতন,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাইশাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মিজানুর রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা,বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন এবং ধামরাই উপজেলা প্রতিটি ইউপি চেয়ারম্যানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।