মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালীর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এই দিকে শোক দিবসের অনুষ্ঠনে উপজেলার মুক্তি যোদ্ধাসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার(১৫ আগষ্ট)বিকেলে কুশুরার ডালিপাড়া মাদ্রাসার মাঠে শোকসভার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমেনা নূর ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান এর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।
অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ইয়র্কভিল ইউভার্সিটির এসোসিয়েট রেজিস্ট্রার ড. আমিন আল জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদ আবু সাঈদ মিয়া,কুশুরা নবযুগ বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, এ্যাডঃ মোঃ তারিক হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজির আহমেদ মুকুল, সাবেক সদস্য ঢাকা জেলা যুবলীগ আব্দুল লতিফ, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু,ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহ আলম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।