মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
আজ ১৫ আগষ্ঠ যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে। উপজেলা চত্বরে থাকা স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তি মোরালে আজ প্রত্যুষে আদর্শবান, প্রতিভাবান, সুযোগ্য ও সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাবা শান্তা রহমান মহোদয় এর নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দক্ষদার, চৌকস, সুযোগ্য ও সম্মানিত চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার নির্বাহী সম্পাদক, আঃলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা আঃলীগের সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র এড. আলহাজ্ব আঃ মজিদ ফটো। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা জনাবা শান্তা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ ফটো। বঙ্গবন্ধু বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় নানা শ্রেণীর পেশার লোকজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতির পিতাসহ ১৫ আগষ্ঠে নিহত সকল শহিদ পরিবার বর্গের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বাঙ্গালী জাতি আজ মর্মাহত ও বেদনা-বিধূর শোক দিবসে ওই সকল শহিদদেরকে বিনম্র শ্রদ্ধাভরে স্বরণ করছেন।