মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (৪৮ তম ) শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার মডেল থানা ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদের যৌথ উদ্যোগে মিলাদ,দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সাভার মডেল থানা জামে মসজিদ ও সাভার ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক এই দোয়া মাহফিল পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, পিপিএম।
উপস্থিত বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। বাংলা ভাষা ও মাতৃভাষার গুরুত্ব বিশ্বের কাছে তুলে ধরেছেন জাতির পিতা।
মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সব শহীদের মাগফেরাত কামনা করা হয়।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাভার মডেল থানা জামে মসজিদ কমিটির উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ, সাভার পৌরসভার কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া শেষে আয়োজিত গণভোজ ও মধ্যাহ্নভোজে প্রায় তিন হাজার মানুষ অংশ নেয়।