মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাইয়ের আমছিমুর বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মাঠে ১৪ই আগষ্ট (সোমবার) বিকেলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে ভাতারিয়া ফুটবল একাদশ- চন্দ্রা কালিয়াকৈরে, গাজীপুর বনাম প্রত্যাশা ইয়াং স্টার-ধামরাই,ঢাকা ফুটবল একাদশের ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্বোধন করেন।
প্রত্যাশা ইয়াং স্টার ফুটবল একাদশকে ০-৩ গোলে পরাজিত করে ভাতারিয়া ফুটবল একাদশ জয়ী হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বনলতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহফুজুল হক শাহীন, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী,মো: আলহাজ্ব গেদু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মো: ইউসুফ আলী সহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।