মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৮ আগষ্ট সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে
এই অনুষ্ঠান হয়। এসময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধামরাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানা অফিসার ইনর্চাজ মোঃ হারুনর রশীদ, ধামরাই সহকারী কমিশনার ভুমি মোঃ আমিনুল ইসলাম বুলবুল, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, আমতা ইউপি চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন প্রমুখ।