মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্যদিয়ে আরও ১২ টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকার ধামরাই উপজেলায় আরো ৭৫ টি গৃহহীন পরিবার ঘর পাবেন। ধামরাইয়ে এর আগে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়েছেন ৫০৫টি পরিবার। পর্যায়ক্রমে ৬০০ ভূমিহীন পরিবারকে এই উপহার প্রদান করা হবে।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ধামরাই উপজেলার ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মধ্যে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত ৭৫ টি বাড়ির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।
উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ধামরাই উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ধামরাই উপজেলায় মোট ৬০০ গৃহের মধ্যে ১ম পর্যায়ে ৩৫ টি, ২য় পর্যায়ে ৩৫ টি, ৩য় পর্যায়ে ১৫০ টি এবং চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ২৮৫ টি ঘর ভূমিহীন ও গৃহহীনের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়েছে। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থেকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) ৭৫ টি ঘরের দলিল সংশ্লিষ্টদের মাঝে হস্তান্তর করবেন। অবশিষ্ট ২০ টি ঘরের কাজ নির্মাণাধীন রয়েছে, যা কাজ সম্পন্ন হলে হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, বুধবার সকালে সারাদেশে একযোগে অনুষ্ঠিত আশ্রয়ন প্রকল্প-২ আওতায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। জমিসহ ঘরের দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।