মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া,বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান বালিকা মাদ্রাসা,মুস্তি বেপারি বালক এতিম খানা ও জহুরুন নেছা বালিকা এতিম খানার উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর বড় ছেলে এর জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন ও আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০৫ আগষ্ট) বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া জামে মসজিদ এর খেলার মাঠ প্রাঙ্গনে এর আয়োজন করা হয়।
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে, কানাডা প্রবাসী ইয়র্কভিল ইউনিভার্সিটি এসোসিয়েট রিজিষ্টার ডাক্তার আমিন আল জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান (সি আই পি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ সানাউল হক সুজন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের খেলোয়ার ও শিক্ষার্থীরা।