মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নে আগুন সন্ত্রাস বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
ঢাকা জেলা আওয়ামীলীগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা -২০ ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশনায় কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মো: নুরুজ্জামানের নেতৃত্বে ২আগষ্ট (বুধবার) বিকেল ৪ টার দিকে, বিএনপি জামাতের বিরুদ্ধে এই শান্তি মিছিল বের হয়।
কুশুরার ইতিহাসের সর্বকালের সর্ব শ্রেষ্ঠ শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার সাধারণ জনগনের উপস্থিতিতে এই শান্তি সমাবেশ হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি এবং কুশুরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মো: নুরুজ্জামানের ডাকে সারা দিয়ে কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সাধারণ জনগণ এবং মা-বোনেরা ছোটে এসেছিল মুখে স্লোগান নিয়ে।
শেখ হাসিনা সরকার ~ বার বার দরকার।
বেনজির ভাই এর দুই নয়ন ~ ধামরাই বাসীর উন্নয়ন।
জয় বাংলা ~ জয় বঙ্গবন্ধু।
বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তার বক্তব্যে বলেন, বিএনপি জামাত দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তিকে কখনো মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। বিএনপি জামাত হলো স্বাধীনতা বিরোধী শক্তি। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। তাদের অপরাজনীতি, জ্বালাও পুড়াও আন্দোলনের বিরুদ্ধে সব সময় যুদ্ধে প্রস্তুত আছি।
আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি কুশুরা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পরিষদ চত্বরে এসে জমায়েত হয়।
উপস্থিত ছিলেন কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান,পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, কুশুরা ইউপি সদস্য সারোয়ার হোসেন বাবু, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ সভাপতি আসাদুজ্জামান রনি সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও নেতাকর্মীদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।