মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপি জামায়াতের আগুন-সন্ত্রাস দেশবিরোধী যড়যন্ত্র নৈরাজ্যের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ধামরাই উপজেলা আওয়ামী লীগ।
রবিবার (৩০জুন) বিকেলে ধামরাই উপজেলা আওয়ামী সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির জামায়াতের আগুন-সন্ত্রাস দেশবিরোধী যড়যন্ত্র নৈরাজ্যের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে কালামপুর বাজার হতে মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ভালুম কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেস হোসেন,আওয়ামী লীগের অন্যতম সদস্য ও আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব আহাম্মদ আল জামান (সি আই পি) ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ সানাউল হক সুজন,পৌর যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান,যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের বন ও পবিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মনোয়ার হোসেন (চন্নু),ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ড আবু সাঈদ মিয়া,এসোসিয়েট রেজিষ্টার ইয়র্কভিল ইউনিভার্সিটি ডাক্তার আমিন আল জামান সহ ধামরাই উপজেলা আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বিএনপি-জামায়াত আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বিএনপি-জামায়াতের অপকর্মে রুখে দাঁড়াতে হবে। বিএনপি যদি আন্দোলন ও অবস্থান কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা ও অগ্নি সন্ত্রাস করার চেষ্টা করে তাহলে বিএনপিকে ঘরে তোলে দেওয়া হবে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।