মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে দেপাশাই বড়পাড়া বয়েস ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘দেপাশাই ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৩’ এর ফাইনাল খেলাটি শুক্রবার বিকেলে উপজেলার বংশী নদীর তীরে দেপাশাই নতুন খেলার মাঠে অনুষ্ঠিত হয়। দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাব এবং তুষার একাদশ দল খেলাটিতে অংশ গ্রহণ করে। তুষার একাদশ, বড়পাড়া বয়েস ক্লাবকে ২-০ গোলে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও চমৎকার দর্শণীয় দু’টি গোল করে তুষার একাদশ দল। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় তুষার একাদশ দলের ওয়াকার আলী একটি দর্শণীয় গোল করেন এবং বিশ মিনিটের মাথায় আরও একটি দর্শণীয় গোল করেন ঐ দলেরই খেলোয়ার ফয়েজ উল্লাহ।
খেলা শেষে ধামরাই প্রেসক্লাবের সভাপতি বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা প্লাবনের চেয়ারম্যান আব্দুর রশীদ তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বিজয়ী দলের অধিনায়ক আব্দুল মালেক এর হাতে ট্রফি তুলে দেন। ভালুম এ আর খান কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ.জলীল, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন, সোমভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রফিক স্থানীয় ইউপি সদস্য শহীদুল্লাহ, গুণীজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং অগণিত ক্রীড়ামোদী দর্শক এসময় উপস্থিত ছিলেন। দর্শক নন্দিত এ খেলাটি ছিল ভীষণ উপভোগ্য।