মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ইং জুলাই রোজ শুক্রবার বিকেল ০৫ ঘটিকায় কুশুরা ইউনিয়নের ডালিপাড়া জামে মসজিদ ও আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে হাজারো জনগণকে সাথে নিয়ে ঈদুল আযহা শুভেচ্ছা বিনিময় ও ভুরিভোজ হয়।
এসময় আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান (সি আই পি) সভাপতিত্বে
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাদ্দেস হোসেন এর উদ্বোধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক ( ঢাকা-২০)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের সদস্য সানাউল হক সুজন ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু,সহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।