ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকার ধামরাইয়ে সাদ হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার Logo টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম Logo ধামরাই থানা ও মন্দির পরিদর্শনে মেজর জেনারেল মোঃ মঈন খান Logo ধামরাইয়ে গুলিতে নিহত সাদ’সহ অন্যান্য বীর শহীদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল Logo ধামরাইয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিশাল সমাবেশ Logo রাষ্ট্রের সাথে প্রতারণা, শাস্তি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা : ফারুক-ই-আজম Logo চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা Logo সম্প্রতি শেরপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু Logo ডাটা সেন্টারে আগুনের সাথে ইন্টারনেট বন্ধের কোন সম্পর্ক ছিল না : প্রতিবেদন Logo মিয়ানমারে যুদ্ধাপরাধ বাড়ছে : জাতিসংঘের তদন্ত প্রতিবেদন

ফাঁকা রাজধানী নিরাপদ রাখতে অভিযান চলছে: ডিএমপি কমিশনার

ফাঁকা রাজধানী নিরাপদ রাখতে অভিযান চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি বাসস’কে বলেন, ঈদকে ঘিরে ছিঁচকে চোর, মলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ এ ধরনের পেশাদার অপরাধীদের বিরুদ্ধে ইতোমধ্যে এ বিশেষ অভিযান শুরু হয়েছে। ৬শ’ জন পেশাদার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আজ মঙ্গলবার দুপুরে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ঈদের সময় ফাঁকা ঢাকায় পর্যাপ্ত পুলিশ নিয়োজিত থাকার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় ফাঁকা রাজধানী নিরাপদ রাখতে এসব পেশাদার অপরাধীরা যেন জামিন না পায় সে ব্যাপারে চেষ্টা করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে গত এক মাস ধরে সিধেঁল চোর ও অজ্ঞান পার্টি বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। এ ধরনের ঘটনায় জড়িত ৬শ’ জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি জাল টাকা উদ্ধারের অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার ও একটি চক্রের প্রধানসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। এবারও রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে দুর্ঘটনা এড়াতে তরুণদের ফাঁকা ঢাকায় মোটরসাইকেল বা প্রাইভেটকার নিয়ে প্রতিযোগিতা না করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।
যাত্রীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত বিভিন্ন টার্মিনাল ও হাটবাজার ঘুরে যে পরিবেশ দেখা গেছে তা সন্তোষজনক। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকায় কোথাও একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। মহাখালী টার্মিনাল ঢাকা শহরের অন্যতম গুরত্বপূর্ণ বাস টার্মিনাল। এটা ঢাকা শহরের মাঝখানে অবস্থিত এবং জায়গাটাও অনেক সংকীর্ণ। এখানকার সার্বিক পরিস্থিতি কেমন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে কিনা কিংবা কেউ বিড়ম্বনার শিকার হচ্ছে কিনা তা দেখার জন্য আমরা বাস টার্মিনাল পরিদর্শনে এসেছি।’
যাত্রীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘কেউ বাড়তি ভাড়া দিয়ে টিকেট কাটবেন না। কারো কোন অভিযোগ থাকলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করবেন। যে কোন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ঈদুল ফিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো। তাই ফাঁকা ঢাকায় তেমন বড় ধরনের ঘটনা ঘটেনি। এবারও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও সাদা পোশাকে নিয়োজিত রয়েছে।’
পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের সময় ড্রাইভাররা নিজ বাড়িতে থাকেন। তখন হেলপাররা গাড়ি নিয়ে যাতে রাস্তায় বের না হয়, এ ব্যাপারে আপনারা সর্তক থাকবেন।’
ডিএমপি কমিশনার বলেন, পশুরহাটের আশপাশে যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে। ২১টি গরুর হাটের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, জাল টাকার শনাক্তের মেশিন রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হাসিল নিয়ে যাতে কোন সমস্যা না হয় সেজন্য পুলিশ সদস্যরা সতর্ক রয়েছে। পাশাপাশি গরু ব্যবসায়িদের সুবধার্থে ব্যাংকের অস্থায়ী বুথেরও ব্যবস্থা করা হয়েছে।
বাস টার্মিনাল পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

ঢাকার ধামরাইয়ে সাদ হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

ফাঁকা রাজধানী নিরাপদ রাখতে অভিযান চলছে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চলমান রয়েছে।
তিনি বাসস’কে বলেন, ঈদকে ঘিরে ছিঁচকে চোর, মলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ এ ধরনের পেশাদার অপরাধীদের বিরুদ্ধে ইতোমধ্যে এ বিশেষ অভিযান শুরু হয়েছে। ৬শ’ জন পেশাদার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আজ মঙ্গলবার দুপুরে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ঈদের সময় ফাঁকা ঢাকায় পর্যাপ্ত পুলিশ নিয়োজিত থাকার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় ফাঁকা রাজধানী নিরাপদ রাখতে এসব পেশাদার অপরাধীরা যেন জামিন না পায় সে ব্যাপারে চেষ্টা করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে গত এক মাস ধরে সিধেঁল চোর ও অজ্ঞান পার্টি বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। এ ধরনের ঘটনায় জড়িত ৬শ’ জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি জাল টাকা উদ্ধারের অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার ও একটি চক্রের প্রধানসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। এবারও রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে দুর্ঘটনা এড়াতে তরুণদের ফাঁকা ঢাকায় মোটরসাইকেল বা প্রাইভেটকার নিয়ে প্রতিযোগিতা না করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।
যাত্রীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত বিভিন্ন টার্মিনাল ও হাটবাজার ঘুরে যে পরিবেশ দেখা গেছে তা সন্তোষজনক। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার থাকায় কোথাও একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। মহাখালী টার্মিনাল ঢাকা শহরের অন্যতম গুরত্বপূর্ণ বাস টার্মিনাল। এটা ঢাকা শহরের মাঝখানে অবস্থিত এবং জায়গাটাও অনেক সংকীর্ণ। এখানকার সার্বিক পরিস্থিতি কেমন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে কিনা কিংবা কেউ বিড়ম্বনার শিকার হচ্ছে কিনা তা দেখার জন্য আমরা বাস টার্মিনাল পরিদর্শনে এসেছি।’
যাত্রীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘কেউ বাড়তি ভাড়া দিয়ে টিকেট কাটবেন না। কারো কোন অভিযোগ থাকলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করবেন। যে কোন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ঈদুল ফিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলো। তাই ফাঁকা ঢাকায় তেমন বড় ধরনের ঘটনা ঘটেনি। এবারও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও সাদা পোশাকে নিয়োজিত রয়েছে।’
পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের সময় ড্রাইভাররা নিজ বাড়িতে থাকেন। তখন হেলপাররা গাড়ি নিয়ে যাতে রাস্তায় বের না হয়, এ ব্যাপারে আপনারা সর্তক থাকবেন।’
ডিএমপি কমিশনার বলেন, পশুরহাটের আশপাশে যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে। ২১টি গরুর হাটের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, জাল টাকার শনাক্তের মেশিন রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হাসিল নিয়ে যাতে কোন সমস্যা না হয় সেজন্য পুলিশ সদস্যরা সতর্ক রয়েছে। পাশাপাশি গরু ব্যবসায়িদের সুবধার্থে ব্যাংকের অস্থায়ী বুথেরও ব্যবস্থা করা হয়েছে।
বাস টার্মিনাল পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।