মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর মহান স্বাধীনতা যুদ্ধের সংগঠক, ধামরাই উপজেলা বেসামরিক প্রশাসনের প্রধান,ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উজ-জামানের দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৪ জুন) মরহুম নুর উজ-জামানের সুযোগ্য সন্তান, আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্হাপনা পরিচালক আন্তর্জাতিক ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান ও তার ভাই-বোনদের আয়োজনে প্রায় ১৫ হাজার মানুষের সমাগমের মধ্যে ধামরাইয়ের কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উজ জামানের দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে তার ডালিপাড়া বাসভবনে।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম এ মালেক, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কৃষি বিদ নূরউজ্জামান,সহ আরো অনেকেই।