মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্ৰাম ইউনিয়নের রুহুলী গ্ৰামের হাশেম আলী(৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
নিহত হাশেম আলী দড়গ্রাম এলাকার রুহুলী গ্রামে এ্যাংরাজ আলী ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে নিহত হাশেম আলী ভাত খেয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। শনিবার সকালে এলাকাবাসীরা হাশেম আলীর মরদেহ পাটক্ষেতে দেখলে পরিবারের লোক কে খবর দেয়।
ঘটনা স্থলে গিয়ে হাশেম আলীর রক্তাক্ত মরদেহ দেখে সাটুরিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ হাশেমের মরদেহ উদ্ধার করে।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর থেকে এলাকাবাসী মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।