ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকার ধামরাইয়ে সাদ হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার Logo টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম Logo ধামরাই থানা ও মন্দির পরিদর্শনে মেজর জেনারেল মোঃ মঈন খান Logo ধামরাইয়ে গুলিতে নিহত সাদ’সহ অন্যান্য বীর শহীদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল Logo ধামরাইয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিশাল সমাবেশ Logo রাষ্ট্রের সাথে প্রতারণা, শাস্তি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা : ফারুক-ই-আজম Logo চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা Logo সম্প্রতি শেরপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু Logo ডাটা সেন্টারে আগুনের সাথে ইন্টারনেট বন্ধের কোন সম্পর্ক ছিল না : প্রতিবেদন Logo মিয়ানমারে যুদ্ধাপরাধ বাড়ছে : জাতিসংঘের তদন্ত প্রতিবেদন

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক রথযাত্রা

মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক প্রায় চারশত বছরের পুরোনো উপমহাদেশ খ্যাত ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবের রথটান লাখো পূর্ণার্থী ভক্তের উপস্থিতিতে উৎসব মুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে  উদযাপন করা হয়েছে।
এ’রথ উৎসব হিন্দু ধর্মীয় ভাবধারায় প্রায় ৪০০ শত বৎসর পূর্ব হতে শুরু হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির কারনে এই উৎসব ব্যাপক ভাবে সার্বজনীনতা লাভ করেছে।
মঙ্গলবার ২০ জুন বিকেলে রথ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান যশোমাধব মন্দির পরিচালনা ও রথ কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস মহোদয়ের সভাপতিত্বে এ’উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি মহোদয় এর বিশেষ জরুরী কাজে তিনি উপস্থিত হতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আ’লীগের সভাপতি ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম, ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হারুন অর রশিদ পিপিএম, শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা ও রথ কমিটির দপ্তর সম্পাদক  সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু), কর্মকর্তা সমীর সরকার সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি,সুধীজন এ’সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন যশোমাধব মন্দির ও রথ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন।

বিকেল ৪টায় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্যান্য বিগ্রহগুলি নিয়ে এসে সারাবছর যেখানে রথটি থাকে সেই রথ খোলায়,রথের উপর মূর্তিগুলি স্থাপন করা হবে। এর পর বিকেল সাড়ে ৪ টায় রথের শুভ উদ্বোধনী অনুষ্ঠান রথখোলায় অস্থায়ী স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের আলোচনা সভা শেষে স্হানীয় এমপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা প্রথমে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এরপর রথ উৎসব ও মন্দিরের প্রধান পুরোহিত উত্তম গাঙ্গুলীর হাতে প্রতিকী রশি প্রদানের মাধ্যমে রথ টানার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

এ’সময় ডাক ঢোল কাঁসর ঘন্টা ও মহিলাদের উলু ধ্বনিতে মাধব মন্দিরের বর্তমান প্রধান পুরোহিত উত্তম কুমার গাঙ্গুলী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করবেন। দুপুরে মাধব মন্দিরে ভোগ রাগের পর প্রসাদ বিতরণ করা হবে আগত হাজারো ভক্ত বৃন্দের মাঝে।
বিকেলে রথের সামনে লাখো ভক্তের উপস্থিতিতে উদ্বোধনী আলোচনা সভা শেষে বিকেল সাড়ে পাঁচটায় দিকে রথটানা শুরু হয়।
এই রথটি মূর্তি সমেত লাখো পূর্ণার্থী ভক্ত নর-নারী পাটের রশি ধরে কায়েত পাড়ার রথ খোলা থেকে প্রধান সড়ক দিয়ে টেনে পৌর এলাকার গোপনগরে নিয়ে যায়।  এখানেই রথটি প্রতিবছরের ন্যায় ৯ দিন অবস্থান করবে।
মাধব ও অন্যান্য বিগ্রহগুলি রথ থেকে নামিয়ে নিয়ে ৯ দিন পূজারীদের দ্বারা পুজিত হবে কথিত মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে। ৯ দিন পর আগামী ২৮ জুন বুধবার  অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উৎসব।

 পূর্বের ন্যায় মাধব ও অন্যান্য দেব-দেবী বিগ্রহ রথে চড়িয়ে ২৮ জুন বুধবার বিকেল ৬ টায় টেনে আনবে পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়াস্থ রথখোলায়।
এখান থেকে  মূর্তি গুলি চলে যাবে পুরোনো মাধবের নিজ আলয় মন্দিরে। রথ খোলায় রথটি সারা বছর থাকে বলে এই স্থানটির নামকরণ হয়েছে রথ খোলা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ৩৭ফুট উচ্চতা বিশিষ্ট মনোরম নবনির্মিত শ্রীশ্রী যশোমাধব দেবের রথটিই বর্তমান বিশ্বে সর্ববৃহৎ রথ।এটি ভারত সরকারের অর্থায়নে নির্মিত হয়েছে।
উক্ত রথ দিয়েই ২০১০ সাল থেকে শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক  রথোৎসব উদযাপন করা হচ্ছে।
এবারের রথ উৎসবে প্রশাসনের পক্ষ থেকে পাঁচ শতাধিক পুলিশ,র‍্যাব,আনসার ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাকার ধামরাইয়ে সাদ হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক রথযাত্রা

আপডেট সময় ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক প্রায় চারশত বছরের পুরোনো উপমহাদেশ খ্যাত ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবের রথটান লাখো পূর্ণার্থী ভক্তের উপস্থিতিতে উৎসব মুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে  উদযাপন করা হয়েছে।
এ’রথ উৎসব হিন্দু ধর্মীয় ভাবধারায় প্রায় ৪০০ শত বৎসর পূর্ব হতে শুরু হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির কারনে এই উৎসব ব্যাপক ভাবে সার্বজনীনতা লাভ করেছে।
মঙ্গলবার ২০ জুন বিকেলে রথ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান যশোমাধব মন্দির পরিচালনা ও রথ কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস মহোদয়ের সভাপতিত্বে এ’উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি মহোদয় এর বিশেষ জরুরী কাজে তিনি উপস্থিত হতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আ’লীগের সভাপতি ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম, ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন,ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হারুন অর রশিদ পিপিএম, শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা ও রথ কমিটির দপ্তর সম্পাদক  সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু), কর্মকর্তা সমীর সরকার সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি,সুধীজন এ’সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন যশোমাধব মন্দির ও রথ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন।

বিকেল ৪টায় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্যান্য বিগ্রহগুলি নিয়ে এসে সারাবছর যেখানে রথটি থাকে সেই রথ খোলায়,রথের উপর মূর্তিগুলি স্থাপন করা হবে। এর পর বিকেল সাড়ে ৪ টায় রথের শুভ উদ্বোধনী অনুষ্ঠান রথখোলায় অস্থায়ী স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের আলোচনা সভা শেষে স্হানীয় এমপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা প্রথমে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এরপর রথ উৎসব ও মন্দিরের প্রধান পুরোহিত উত্তম গাঙ্গুলীর হাতে প্রতিকী রশি প্রদানের মাধ্যমে রথ টানার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

এ’সময় ডাক ঢোল কাঁসর ঘন্টা ও মহিলাদের উলু ধ্বনিতে মাধব মন্দিরের বর্তমান প্রধান পুরোহিত উত্তম কুমার গাঙ্গুলী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করবেন। দুপুরে মাধব মন্দিরে ভোগ রাগের পর প্রসাদ বিতরণ করা হবে আগত হাজারো ভক্ত বৃন্দের মাঝে।
বিকেলে রথের সামনে লাখো ভক্তের উপস্থিতিতে উদ্বোধনী আলোচনা সভা শেষে বিকেল সাড়ে পাঁচটায় দিকে রথটানা শুরু হয়।
এই রথটি মূর্তি সমেত লাখো পূর্ণার্থী ভক্ত নর-নারী পাটের রশি ধরে কায়েত পাড়ার রথ খোলা থেকে প্রধান সড়ক দিয়ে টেনে পৌর এলাকার গোপনগরে নিয়ে যায়।  এখানেই রথটি প্রতিবছরের ন্যায় ৯ দিন অবস্থান করবে।
মাধব ও অন্যান্য বিগ্রহগুলি রথ থেকে নামিয়ে নিয়ে ৯ দিন পূজারীদের দ্বারা পুজিত হবে কথিত মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে। ৯ দিন পর আগামী ২৮ জুন বুধবার  অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উৎসব।

 পূর্বের ন্যায় মাধব ও অন্যান্য দেব-দেবী বিগ্রহ রথে চড়িয়ে ২৮ জুন বুধবার বিকেল ৬ টায় টেনে আনবে পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়াস্থ রথখোলায়।
এখান থেকে  মূর্তি গুলি চলে যাবে পুরোনো মাধবের নিজ আলয় মন্দিরে। রথ খোলায় রথটি সারা বছর থাকে বলে এই স্থানটির নামকরণ হয়েছে রথ খোলা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ৩৭ফুট উচ্চতা বিশিষ্ট মনোরম নবনির্মিত শ্রীশ্রী যশোমাধব দেবের রথটিই বর্তমান বিশ্বে সর্ববৃহৎ রথ।এটি ভারত সরকারের অর্থায়নে নির্মিত হয়েছে।
উক্ত রথ দিয়েই ২০১০ সাল থেকে শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক  রথোৎসব উদযাপন করা হচ্ছে।
এবারের রথ উৎসবে প্রশাসনের পক্ষ থেকে পাঁচ শতাধিক পুলিশ,র‍্যাব,আনসার ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।