মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারী চালিত আটটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রোববার ১১ জুন দুপুরে মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি গ্রামের নজরুল হোসেনের ছেলে মো. আলী হোসেন, চরগড়পাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে মো. রানা ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মধুখোলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. মামুন।
থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশের নিয়মিত চেকপোষ্টে সন্দেহজনকভাবে মো. আলী নামের একজনকে গ্রেফতার করা হয় । তার কাছে তালা ভাঙ্গার একটি কার্টার পাওয়া যায়। পরে পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চুরির ঘটনার সঙ্গে জরিত থাকার কথা সে শিকার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ৫টি চোরাই অটোরিকশা সহ অপর দুইজনকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় চুরি সহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।