মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অপশক্তি কে পরোয়া করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিকে।
দুপুরে ধামরাইয়ের বৈন্যা নব জাগরণী সংঘ খেলার মাঠ প্রাঙ্গণে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার কখনো ষড়যন্ত্র করে না। বরং নির্বাচন ঘনিয়ে আসায় দেশে বিদেশে নানাভাবে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে জনগনের শক্তিকে কাজে লাগিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে উল্লেখ করে তিনি বলেন,আওয়ামী লীগ জনগনের শক্তিকে বিশ্বাস করে বলেই মানুষ সরকারের ধারা বাহিকতায় রক্ষায় মুখিয়ে আছে নৌকা মার্কায় ভোট দিতে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন,ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই পৌরসভা মেয়র গোলাম কবির মোল্লা,ধামরাই থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ,কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষি বিদ বীরমুক্তিযোদ্ধা নূরউজ্জামান,এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বৈন্যা কুশুরা পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন ও সেখানে গাছের চারা রোপণ করেন।