মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রথম পূর্ণমিলন উৎসব উপলক্ষে গুণীজনদের সংবর্ধনা বর্ণাঢ্য সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ম পুনর্মিলনী উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এম.পি।
পূর্ণমিলনী অনুষ্ঠানে উদ্বোধনায় ছিলেন অধ্যাপক ড. মোঃ নূরুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল জামান (সি আই পি), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ, অধ্যাপক ডা: ইস্ররাফিল আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কোষাধক্ষ্য মোঃ হাবিবুর রহমান লিটন সহ আরো অনেকেই।