ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন
ধামরাই উপজেলার সাটুরিয়া বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির অদ্য ২০২৩ হতে ২০২৬ সন নির্বাচনে কার্যকরী সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন ধামরাই উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সোহরাব হোসেন।মঙ্গলবার ৩০মে সাটুরিয়া বাসস্ট্যান্ড টার্মিনালে এক সভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় ধামরাই,সাটুরিয়ার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে ব্যবসায়ীদের কন্ঠ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব সোহরাব হোসেন সভাপতি নির্বাচিত হন। সাথে সাথে উপস্থিত সকলে তাকে সভাপতি হিসেবে ঘোষণা দেন এবং ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। নির্বাচনী বোডের প্রধান ছিলেন আমতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন। উপস্থিত ব্যবসায়ীদের কন্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই সভাপতি আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। এ সময় নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, আমতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন,আমতা ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান খান জুয়েল, আমতা ইউনিয়নের ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুমন বেপারী,আমতা ইউনিয়নের সকল সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন মাষ্টার, আফাজ উদ্দিন,খোরশেদ আলম, আব্দুল জলিল, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি নূরুল ইসলাম, সাবেক মেম্বার আয়নার হক,শাহজালাল হোটেল মালিক দেলোয়ার হোসেন সহ বাজারের ব্যবসায়ীরা।