তারিকুল জুয়েল, গাজীপুরঃ
গাজীপুরের কাশিমপুরে রবিবার(২১মে) বিকেলে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন বসতবাড়ীতে অভিযান চালিয়ে ১২০০ ফিট গ্যাসের পাইপ, ২০০ রাইজার ও কয়েকটি বাড়ীর মালিকে ২ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুরের কাজী মার্কেট ও সুলতান মার্কেট এলাকার বিভিন্ন বসতবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে একটি মহল । এসব বসতবাড়িতে ২ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে সারা দিন গ্যাসের চুলা জ্বালানোয় গ্যাস সংকটে পড়েছে এলাকার বৈধ গ্রাহকরা।
রবিবার দিনব্যাপী ওই এলাকায় বিভিন্ন বসতবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাকি দাস।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্টিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনের ব্যবস্থাপক মোঃ মোস্তফা মাহবুবসহ তিতাসের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় এলাকার জনগণ জানিয়েছেন, প্রত্যেক মাসেই তারা অভিযান চালিয়ে যাচ্ছেন এবং অভিযানের পরপর আবার রাতের আধারে একটি মহল সংযোগ দিয়ে থাকে।