মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাইয়ে পৌর শহরের কায়েতপাড়ায় বর্ণালী সেন কথা নামের দশম শ্রেণীর স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে ওই এলাকার কল্লোল সেনের মেয়ে।জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে বর্ণালী সেন কথা।সকালে পরিবারের সদস্যরা তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
এস আই মোঃ নাসির আহাম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বর্ণালীর বাবা কল্লোল সেনের দাবি তার মেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তার জানা নেই।