মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাননীয় এডভোকেট তারানা হালিম, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। সাবেক প্রতিমন্ত্রী,
তথ্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ইসমাইল হোসেন রকী ( প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি) ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ।
সংগঠন এর পক্ষ থেকে এডভোকেট তারানা হালিম কে উত্তরীয় পরিয়ে সন্মাননা স্মারক প্রদান করে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয় কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে। এই সময় উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিনুর আলম সানি, কেন্দ্রীয় সদস্য শেখ সোহেল আমির, টাঙ্গাইল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শেখ ফারুক হাসান। আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিটির অন্যান্য নেত্রীবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী।
এই সময় এডভোকেট তারানা হালিম বলেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ সংগঠন কে আরো জোরালো ভাবে স্বাধীনতার চেতনা, অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যেতে হবে। শিল্পীদের মান উন্নয়নে ও অবহেলিত শিল্পীদের জন্য দেশ-বিদেশে প্ল্যাটফর্ম তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরিশেষে সংগঠনের সর্বস্তরের সদস্য /নেত্রীবৃন্দের সর্বাত্মক মঙ্গল কামনা করেন।