মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাইয়ে গভীর রাতে এক গৃহবধূর গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আরশেদ আলীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল বেপারীপাড়া থেকে অভিযুক্ত আরশেদ আলীকে গ্ৰেপ্তার করা হয়।গত ১০ মে গভীর রাতে উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল বেপারীপাড়া গ্ৰামে এ ধর্ষণচেষ্টা চালায় ওই গ্ৰামের আরশেদ আলী।ধর্ষণে ব্যর্থ হলে ওই গৃহবধূর সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে নেয় সে। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়েচলে যায়।
অভিযুক্ত আরশেদ আলী আমতা ইউনিয়নের বড় জেঠাইল বেপারীপাড়া গ্ৰামের সাবেক মেম্বার মৃত মাইনুদ্দিনের ছেলে। এ বিষয়ে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই নিউটন মৃধা বলেন, গৃহবধূকে ধর্ষণচেষ্টায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্তকে গ্ৰেপ্তার করা হয়েছে।