তারিকুল জুয়েল, গাজীপুরঃ
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) ভোর ৪ টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া হাজতি হলেন, বি-বাড়ীয়া নাসিরনগর এলাকার মরণ মিয়ার স্ত্রী যমুনা বেগম (৩৫)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামালায় এ কারাগারে বন্দি ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান।
তিনি জানান, হাজতি যমুনা বেগমকে গত ৫ মে নরসিংদী থেকে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগারে আনা হয়। সে মাদকদ্রব্য আইনের একটি মামলায় বন্দি ছিলেন। তার হাজতি নং ১০৭০/২৩।
এখানে আসার পর গত ৬ মে তার অবস্থান অবনতি হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহত হাজতির পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারা প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদ শিরোনাম ::










কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
-
গ্রিন টিভি বাংলা ডেস্ক :
- আপডেট সময় ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- ১৪৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ