মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়ন মাঠে আজ শনিবার সকাল ১০ টায় আমেনা-নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় প্রায় তিন হাজার মানুষকে। চার জন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি,ধামরাই উপজেলা আওয়ামীলীগ উন্নতম নেতা,আমেনা-নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান।
এসময় তিনি বলেন, ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নে আমেনা-নূর ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি সপ্তাহে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এতে করে গরীব অসহায় মানুষ গুলো একটু হলেও সু-চিকিৎসা পাবে বলে মনে করি। এ পর্যন্ত ১৫টি ইউনিয়নে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। আমি যতদিন বেচে আছি ততদিন এভাবেই মানুষের সেবা করে যাবো।
আমার পরে আমার পরিবারের যারা থাকবে তারা এই সেবা দিয়ে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা,আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু,ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,উপজেলা যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন,ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাকিম হাসেম,ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ জাকারিয়া দিপু,সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ আলমগীর কবির,যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান,জাহিদ হোসেন প্রমুখ।