মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
মানিকগঞ্জ সাটুরিয়ায় ঐতিহ্যবাহী সাটুরিয়া প্রেস ক্লাবের হলরুমে জরুরি সাধারন সভায় গতকাল রাতে ১১ কার্য নির্বাহী সদস্যসহ ১৯ সদস্যের-এ কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক যুগান্তরের সাটুরিয়া প্রতিনিধি সাজাহান সরকারকে সভাপতি ও মোঃ ওয়াসিম আকরাম রাজা (মাস্টার) দৈনিক আজকের জনবাণীর জেলা প্রতিনিধিকে সাধারণ সম্পাদক এবং সাটুরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন (মাস্টার) ভোরের দর্পণ কে ১ নং কার্যকরী সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
এ কমিটি গঠনের পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসংশায় ভাসছে অনেকে।
এছাড়াও কার্যকরী কমিটির সদস্য ২। এম এ রাজ্জাক (খবর পত্র) ৩। মো: মোশারফ হোসেন (আমাদের কণ্ঠ)।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন (গণকণ্ঠ),যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম সফিক (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (দেশ বাংলা), অর্থ সম্পাদক মো: সোলায়মান (মানবকণ্ঠ),আইন ও প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক (দেশকাল),দফতর সম্পাদক আব্দুর রশিদ (নব দিগন্ত)।