শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে আজ
১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের ওই আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া কে প্রতি বছর এই দিনে সারা বিশ্বে স্মরণ করা হয় ।
ঢাকা-চন্দ্রা-ইপিজেড সড়কের আশুলিয়ার বাইপাইল থেকে লাল পতাকা হাতে সকাল ৯টার দিকে র্যালি বের করে বাংলাদেশ লেবার ফেডারেশন পরে র্যালিটি নবীনগর-আরিচা মহাসড়ক হয়ে ধামরাই প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ লেবার ফেডারেশন ঢাকা জেলা কমিটি সভাপতি মারুফ হোসেন বলেন ২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টে আগুনের হতাহত শ্রমিক ও তাদের পরিবাররা আজও দ্বারে দ্বারে ঘুরছে ক্ষতিপূরণের জন্য। তারা বারবার আন্দোলন করছে আর সরকার বারবার আশ্বাস দেয়ার পরও তাদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। এই সমাবেশ থেকে আমরা তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন ধামরাই থানা কমিটি সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মফিজ উদ্দিন, মোঃ রাসেল প্রমানিক,মোঃ আবুল হোসেন সহ বাংলাদেশ লেবার ফেডারেশন এর নেতাকর্মী বৃন্দ।