গাজীপুর মেট্রোপলিটন এলাকার পূবাইল থানাধীন মীরের বাজার চৌরাস্তা হতে গত ২৯/০৪/২৩ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির ট্রাফিক বিভাগ ও পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। ব্রাহ্মনবাড়ীয়া হতে ঢাকাগামী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ড্রাইভার ও হেলপার উক্ত বাসের নীচে বিশেষ কৌশলে চেম্বার বানিয়ে চেম্বারের ভিতরে গাঁজার একটি বড় চালান আনছে মর্মে সংবাদ পেয়ে ইং ২৯/০৪/২৩ তাং ১৫.০৫ ঘটিকার সময় পূবাইল থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মীরের বাজার চৌরাস্তায় অবস্থান করে ট্রাফিক পুলিশের সহায়তায় ব্রাহ্মনবাড়ীয়া হতে ঢাকাগামী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যার রেজিঃ নং ঢাকা মেট্রো ব-১৫-০৮৮৬ সংকেত দিয়ে থামিয়ে উক্ত বাসের নীচের গোপন চেম্বার হতে মোট ১৩ কেজি গাঁজা উদ্বার করে এবং ঘটনায় জড়িত বাসের ড্রাইভার আসামী ১) মোঃ আমিনুল ইসলাম (২৯), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-মৃত আয়শা বেগম, সাং-রামভদ্রপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ এবং বাসের হেলপার আসামী ২) পল্লব দেবনাথ ওরফে সজীব (২২), পিতা-সুনীল দেবনাথ, মাতা-মুকুল রানী দেবনাথ, সাং-পুটিয়া, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে আটক করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। ধৃত আসামী ও মামলার ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের বিরুদ্ধে পূবাইল থানার মামলা নং ১০, তাং২৯/০৪/২৩ ইং, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১৯(খ)/৩৮/৪১ রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বিস্তারিত ওসি পূবাইল