পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা অনুসরণে দেশে আজ যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু চীন ও জাপানে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ দেখে এসেছিলেন। তিনি দেশে ফিরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ করার ওপর গুরুত্বারোপ করেছিলেন।
আজ পরিবেশমন্ত্রী মৌলভীবাজারের বড়লেখায় ভর্তুকি মূল্যে ৩টি কম্বাইন হারভেস্টার ও ১০টি পাওয়ার থ্রেশার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন এবং উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
পরে, মন্ত্রী হাকালুকি হাওরে কৃষকের উৎপাদিত বোরো ধান দেখতে যান।
(বাসস)