জেলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে চারদিন ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।
আজ ছুটিরদিন শুক্রবারেও সকাল থেকেই শহরের চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ড, আমতলা মোড়, আর্টগ্যালারি, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের। এর আগে গত ৬ আগস্ট থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক না থাকায় দায়িত্ব পালন শুরু করেন শিক্ষার্থীরা।
শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় গিয়ে দেখা যায়, মুখে বাঁশি ও মাথায় ছাতা নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। তাদের কথা শুনছেন সাধারণ মানুষও।
দায়িত্বরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা পথচারিদের ও চালকদের গাড়ি ইউটার্ন নিতে নিষেধ করে ট্রাফিক আইন মানার জন্য অনুরোধ করছেন। বিশেষ করে হেলমেটবিহীন মটরসাইকেল চালকদের অনুরোধ করছেন হেলমেট পরে গাড়ি চালানোর জন্য।
শহরের চৌরাস্তায় বেলা ১১টায় টার দিকে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে আদর, গালিব, রাতুল, আবির, তুষার, নিশাত, আরমান, রোহান, আবির সিনিয়রসহ বেশকিছু শিক্ষার্থী ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। সঙ্গে বেশ কয়েকজন আনসার সদস্যও দায়িত্ব পালন করছেন।
মো. কুরবান আলী নামে এক অটোচালকের সঙ্গে কথা হলে তিনি জানান, খুবই ভালো কাজ করছে আমাদের ছাত্র-ছাত্রীরা। আর এই শিক্ষার্থীদের আমরাও সহযোগিতা করছি। তাদের এ উদ্যোগকে সাধুবাধ জানাই।
আদনান বখত চৌধুরি রোহান নামের এক শিক্ষার্থী জানায়, সড়কে যেন যানজট ও বিশৃঙ্খলা না হয়, সেজন্য আমরা স্বেচ্ছায় কাজ করছি। আশা রাখি খুব শিগগির দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
আসিফ নামের আরেক শিক্ষার্থী বলেন, মাঠে এখন ট্রাফিক পুলিশ নেই। এজন্য সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করছি। যতদিন ট্রাফিক পুলিশ তাদের দায়িত্বে না ফিরবে, ততদিন আমরা এই দায়িত্ব পালন করে যাবো।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, শিক্ষার্থীরা অনেক ভাল ও মহৎ একটি কাজ করছে। পুলিশকে ও ট্রাফিক পুলিশকে সহযোগিতার মাধ্যম্যে শিক্ষার্থীরা দেশ ও জাতিকে সহযোগিতার যে বার্তা দিচ্ছে সেটা সত্যিই অনন্য।
এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মনতোষ কুমার দে বলেন, শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে যে কাজ করছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। আর তরুণ ও নতুন প্রজন্ম সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে সহযোগিতা করছে তা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা প্রত্যাশা করছি, এই প্রজন্মের ছেলে মেয়েরা দেশকে ভালোবেসে যে ধরণের কাজ করছে তা সত্যিই অনুকরণীয় বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়াত হোসেন বলেন, চলমান পরিস্থিতি সবাই যেন শান্ত ও স্বাভাবিক থাকে, সে জন্য আমরা সবাই কাজ করছি। আর শিক্ষার্থীরা যেভাবে নাশকতা ঠেকাতে এগিয়ে এসেছে এবং তারা যেভাবে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তা সত্যিই গর্বের ও প্রশংসার। তেমনি শিক্ষার্থীদের মতো সবাইকে সচেতনতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানাই।
সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে বাস-অটোরিকশা সংঘর্ষ নিহত ২
প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ধামরাই সানোড়া ইউনিয়নে বিএনপির বিশাল জনসভা
স্ত্রীর লাশ নিয়ে বাড়ী ফেরার পথে লাশ হলেন স্বামী
ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ
ধামরাইয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত আহত অর্ধশতাধিক
ঢাকার ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন ডাকাত
ধামরাইয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
লালন শাহ’র ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে জম জমাট আখড়াবাড়ি
ধামরাইয়ে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডে শ্রমিক বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা
- গ্রিন টিভি বাংলা ডেস্ক :
- আপডেট সময় ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- ৩৪ বার পড়া হয়েছে