মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন
সোমবার (২৮ আগস্ট) রাতে এ কমিটি প্রকাশ করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি হয়েছেন- আগের কমিটির সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ। সাধারণ সম্পাদক পদে রয়েছেন পুরোনো কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব খাঁন।
কমিটিতে অন্য যারা আছেন তারা হলেন, সিনিয়র সহ সভাপতি- আবুল হাশেম,যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক – কেরানীগঞ্জ দক্ষিণ থানা যুবদলের সাবেক সভাপতি, – এড. মোকারম হোসেন সাজ্জাদ।
ইয়াছিন ফেরদৌস মুরাদ জানান, ঢাকা জেলা যুবদলের সভাপতি হওয়ায় প্রথমে মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। সেই সাথে মাদার অব ডেমোক্র্যাসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। তারা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে জেলা যুবদলের সভাপতির দায়িত্ব দিয়েছেন আমি তাদের আস্থা অক্ষুণ রাখা এবং প্রতিদান দিতে যা দরকার তাই করব ইনশাআল্লাহ।
মুরাদ আরো বলেন, এখন দায়িত্ব আরও বাড়লো।দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সব আন্দোলনে জেলা যুবদল জোরালো ভূমিকা রাখবে।