মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাইয়ের আমতা ইউনিয়নের গাজীখালী নদীর পাড়ে পশ্চিম নান্দেশ্বরী মানিকের তালতলা বিশাল জোয়া খেলার আসর বসে প্রতিদিন দুপুর থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত এই খেলা পরিচালনা করেন নুর ইসলামের ছেলে @ জহুরার ভাই ফয়সাল, সাইফুল ইসলাম পিতা শফিক,ইউনুস কসাইসহ আরো অনেকেই দীর্ঘ দিন যাবত এই জোয়ার আসর পরিচালনা করে আসছে এটাই বলেছেন স্থানীয় এলাকাবাসী।
তাদের খেলার দেখাশোনা করেন সাবানা (৪০) নামের এক মহিলা এলাকাবাসীর কাছে থেকে জানা যায় জুয়া খেলোয়াড় সাজ্জাদের মা তিনি এবং মোবাইল ফোন নিয়ে রাস্তায় বসে পাহাড়া দিয়ে থাকেন তিনি।
এই জোয়া খেলা কেন্দ্র করে তালতলায় মাদক ও সেবন করে এলাকায় আতংক সৃষ্টি করে এতে এলাকার মা-বোনেরা আতংকে আছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী তারা এই আতংক থেকে মক্তি চায় বলে দাবি করেন।