মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ের উত্তর হাতকোড়া পূর্বপাড়া হিলফুল ফুজুল যুব সংঘের এর উদ্যোগে ১৩ অক্টোবর (শুক্রবার) রাতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সিআইপি) ও আমেনা নুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক,বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল-জামান।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল-জামান ইসলামের দ্বীনের কথা নিয়ে আলোচনা করেন ও উত্তর হাতকোড়া পূর্বপাড়া হিলফুল ফুজুল যুব সংঘের উন্নয়ন মুলক কাজের জন্য সব সময় সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।
ওয়াজ মাহফিলে উদ্বোধক ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহাদ্দেস হোসেন।
উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন গাংগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা।
আরো উপস্তিত ছিলেন,উপজেলা যুবলীগ নেতা মোঃ আলম কবির,কুশুরা ইউনিয়ন যুবলীগ যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ কৌশিক আহমেদ,কুশুরা ইউনিয়ন যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহিনুর ইসলাম শাহিন,কুশুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মনির হোসেন সহ ওলামায়ে কেরাম ও ধর্ম প্রাণ এলাকাবাসী।