মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
কুষ্টিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। অদ্য ২০মে ২০২৩খ্রিঃ শনিবার বিকেল ৬টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সাংবাদিক পিনু খোকন মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে সাংবাদিক মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ এর তেলওয়াতের মাধ্যমে ও জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস,এম, ওয়ালিদুজ্জামান শুভ এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সপার কুষ্টিয়া, প্রধান বক্তা বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, বিশেষ অতিথি জর্জ কোর্ট বিজ্ঞ জিপি আক্তারুজ্জামান মাসুম, জর্জ কোর্ট বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী, বিশেষ আলোচক সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব। এসময় বক্তারা দৈনিক নবচেতনা পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকা সংশ্লিষ্ট সম্পাদক ও প্রকাশক,হেড অফিস,কুষ্টিয়া জেলা প্রতিনিধি সহ সারা বাংলাদেশের দৈনিক নবচেতনার সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা পলাশ, প্রচার সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জাহিদুল হক ডন, নির্বাহী সদস্য তৌফিক তপন, নির্বাহী সদস্য হাফিজুর রহমান জীবনসহ কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।